প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে ঘটনাস্থল ছাড়েন বিক্ষোভরত বিএনপি-জামায়াত সমর্থকেরা: প্রধানমন্ত্রীর স্পিচরাইটার

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৪:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রিৎজ কার্লটন হোটেলের বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভরত একদল বিএনপি-জামায়াত সমর্থককে আলোচনার আহ্বান জানালে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিৎজ কার্লটন হোটেলের হলরুমে গতকাল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।


পরে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি-জামায়াত সমর্থকদের সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। এরপরই তাঁরা হোটেলের বাইরে তাঁদের অবস্থান ত্যাগ করেন।’


বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছান।


মুখপাত্র বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় প্রধানমন্ত্রী হোটেলের বাইরে তীব্র ঠান্ডা ও বৃষ্টির মধ্যে বিএনপি-জামায়াতের একটি দলকে বিক্ষোভ করতে দেখেন। এ সময় তিনি তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us