ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় সোয়া কোটি মানুষ গ্রামের বাড়িতে গেছেন। তাদের বাসা-বাড়ির নিরাপত্তার দায়িত্ব ছিল ডিএমপির কাঁধে। পুলিশ সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে। ফাঁকা ঢাকায় এখন পর্যন্ত কোথাও কোনো অপরাধের খবর আসেনি।
মঙ্গলবার সকালে ডিএমপির সদর দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খন্দকার গোলাম ফারুক বলেন, ডিএমপি টিম হিসেবে কাজ করে। ঈদের ছুটিতে খুব অল্প সংখ্যক পুলিশ সদস্য ছুটিতে গেছেন, অধিকাংশই যেতে পারেননি। এটা পুলিশের চাকরির বৈশিষ্ট্য। এইটুকু ত্যাগ আমাদের করতে হবে। ৩৪ হাজার ফোর্সের ত্যাগের বিনিময়ে ঢাকা মহানগরীর দুই কোটি মানুষ আরামে ঘুমাতে পারেন। পরিবার-পরিজন নিশ্চিন্তে বাসায় রেখে নির্বিঘ্নে যাতায়াত ও অফিস-আদালত করতে পারেন।