তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। গরমে বাইরে তো বটেই, ঘরেও টেকা দায়। এ পরিস্থিতিতেও অনেকে ঠান্ডা লাগিয়ে ফেলছেন। এমনকী টনসিলাইটিসেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, এই আবহাওয়ায় শরীর গরম থাকা অবস্থায় দ্রুত এসি-তে ঢুকে যাওয়া বা ঠান্ডা পানি পান করা কোনওভাবেই উচিত নয়।
এতে দেহে হঠাৎ করেই তাপমাত্রার তারতম্য ঘটে। এই কারণে কমে ইমিউনিটি। এতে শরীরে নানা ভাইরাস ব্যাকটেরিয়া, শরীরে আক্রমণ চালায়। এই ভুলগুলির জন্য তীব্র গরমেও ঠান্ডা লাগতে পারে। টনসিলের সমস্যাও বাড়ে। তখন খাবার গিলতে অসুবিধা হয়।