গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে মনে হচ্ছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতেই পারেননি মার্কিন প্রেসিডেন্ট। মনে হচ্ছিল, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অপেক্ষমাণ ঋষি সুনাককে গুরুত্ব দিচ্ছেন না বাইডেন।