রাজধানীর গাউছিয়া সুপার মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটকে যুক্ত করেছে ফুটওভারব্রিজ। গত দুদিন ধরে সিটি করপোরেশনের লোকজন আসে ব্রিজটি ভাঙার জন্য। তবে ব্যবসায়ীদের তোপের মুখে ব্রিজ ভাঙতে না পারলেও বৃহস্পতিবার ব্রিজের সিঁড়ি ভেঙে দেয় সিটি করপোরেশন।
ফুটওভারব্রিজটি আরও আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হঠাৎ ঈদের আগে এসে সিটি করপোরেশন ব্রিজটি ভেঙে ফেলতে তোড়জোড় চালায়।
তবে ব্যবসায়ীরা বলছেন, ব্রিজ ভাঙবে ঈদের পর। ঈদের আগে বেচাকেনার মধ্যে কেন ব্রিজ ভাঙতে হবে? এতদিন পড়ে রইলো, এখন সিটি করপোরেশন বলেছে ঝুঁকিপূর্ণ।
আগুন লাগা মার্কেটের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দোকান বন্ধ করছি রাত তিনটায়। এরপর বাসায় সেহরি খাওয়ার জন্য যাওয়ার সময় দেখি সিটি করপোরেশন ব্রিজ ভাঙতে এসেছে। তাদের বলা হয় ঈদের আগে কেন ব্রিজ ভাঙতে এসেছেন, ঈদের পর ভাঙেন। বাসায় গিয়ে একটু ঘুম ঘুম ভাব, তখন ফোন আসে মার্কেটে আগুন। এসে দেখি ব্রিজের মাথায় আগুন।