দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১৩ মে দেশে হ্যাম রেডিও পরীক্ষা বা এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত মানবিক এবং বিশেষ সম্মানজনক এক শখ হলো হ্যাম রেডিও বা এ্যামেচার রেডিও চর্চা। মূলত, প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতিকে সাহায্য করাই এর মূল উদ্দেশ্য। আর স্বেচ্ছাসেবামূলক ও সৌখিন এ কাজটি যারা করেন তাদেরকে বলা হয় এ্যামেচার রেডিও অপারেটর বা এআরও।
এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ১২ মে ২০২৩ তারিখে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।