এ সময় সর্দি-কাশি ও জ্বরের সমস্যায় অনেকেই ভুগছেন। ঋতু পরিবর্তনের কারণে এমনটি ঘটছে বলে অনেকেই হয়তো ভুল করছেন। কারণ এসব লক্ষণ হতে পারে করোনার ওমিক্রনের এক্সিবিবি ১.১৬ উপ ধরনের।
বিগত কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতিদিন ৫ হাজারের বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণের ‘অদ্ভুত’ ২ লক্ষণ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের এক্সিবিবি ১.১৬ উপ ধরন বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে। ওমিক্রনের নতুন রূপ এক্সিবিবি ১.১৬ আসার পরে, লক্ষণগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। করোনার ক্লাসিক লক্ষণগুলো হলো সাধারণ সর্দি ও ফ্লু’র অনুরূপ।