ফ্যাটি লিভার নামক একটি রোগের প্রাদুর্ভাব ইদানীং খুব দেখা যাচ্ছে। লিভারের কোষগুলোয় অতিরিক্ত চর্বি জমে উঠলে এ রোগ দেখা দেয়। এটি দুধরনের- অ্যালকোহলিক (মদজনিত) ফ্যাটিলিভার ও নন-অ্যালকোহলিক (অমদজনিত) ফ্যাটিলিভার। যেহেতু নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমাদের দেশে বেশি দেখা যায়, তাই এ রোগ আমাদের আলোচনার বিষয়।
ফ্যাটি লিভারের কারণ : শরীরের স্থূলতা, রক্তে অতিরিক্ত চর্বি, ডায়াবেটিস, ইনসুলিন কার্যকরহীনতা ইত্যাদি এ রোগের জন্য দায়ী। কায়িক পরিশ্রম বা ব্যায়ামবিহীন আরামপ্রদ জীবনযাপন এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস উল্লিখিত অবস্থাগুলোর প্রধান কারণ। বিশ্বজুড়ে রোগটির ব্যাপকতা রয়েছে ২৫-৩০ শতাংশ। এর মধ্যে আক্রান্ত স্থূলদেহী ৬৭-৯৪ শতাংশ ও ডায়াবেটিস রোগী ৫০-৭০ শতাংশ।