বঙ্গবাজারে ‘২-৩ দিনের মধ্যে’ চৌকি পেতে ব্যবসা শুরু হবে: তাপস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ২১:১৪

আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বঙ্গবাজারে আগামী বুধবার নাগাদ ব্যবসা শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 


তিনি বলেছেন, “আমরা আশা করছি যে, আগামী মঙ্গলবারে না হলেও বুধবার নাগাদ যেন তারা (ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা) সেখানে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারে। এজন্য পরিষ্কার করার পরে সেই জায়গাটা সমতল করব। পুরো ব্যবস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপেরেশন করে দেবে। তারপর চৌকি বিছিয়ে তারা সেখানে ব্যবসা শুরু করতে পারবে।"


রোববার বিকালে নগর ভবনে বঙ্গবাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


তাপস বলেন, “পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরানোর কাজ সোমবার থেকে পূর্ণোদ্যমে চলবে। সন্ধ্যা নাগাদ শেষ করার আশা করছি। তা সরিয়ে ফেলে সেখানে ইট বিছানো হবে। তার উপর ৫ ফিট বাই সাড়ে ৩ ফিট আকারের সাড়ে ১৭ বর্গফুটের চৌকি বসানো হবে।


“একাধিক দোকানের মালিকও একটি করে চৌকি বসাতে পারবে। যাতে তারা অন্তত ঈদের সময়টুকু অন্তত ব্যবসা করতে পারেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us