আগে অনেকটা নিশ্চিন্ত মনে ঢাকায় আসতেন তারা। ভরসা ছিল বাজারে যেটা চলছে তেমনটাই পাবেন সেখানে; ফোনে যোগাযোগেও একে অপরের চাহিদা বুঝতে পারতেন। এক ঘণ্টার মধ্যে ‘এক-দেড় লাখ টাকার মাল কেনা শেষ হয়ে যেত’।
“আর আগুনের পর গিয়ে আমি প্রায় তিন থেকে চার ঘণ্টা ঘুরছি। কিন্তু ৫০ হাজার টাকার মাল কিনতে পারি নাই। সেটা নিয়ে ফিরে আসছি। দামও হেরফের বেশি। আবার যেতে হবে কয়েকদিনের মধ্যে।”
বিচিত্র দাম ও মানের পণ্য একই জায়গায় পাওয়ার কারণে বঙ্গবাজারেই দীর্ঘদিনের ভরসা রাখা ব্রাহ্মণবাড়িয়ার পোশাক ব্যবসায়ী মো. আমানউল্লা বলছিলেন তার আক্ষেপ আর আস্থা-অভিজ্ঞতার কথা।
অথচ এক সকালের ভয়াবহ আগুন চিন্তায় ফেলেছে ঢাকা থেকে অনেক দূরের এ ব্যবসায়ীকেও; তার দীর্ঘদিনের অভ্যস্ততাকে পাল্টে দিয়েছে। ঈদ বাজারের পোশাক সংগ্রহ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।