বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত আটজনই বম জনগোষ্ঠীর সদস্য।
বান্দরবান বম স্যোশাল কাউন্সিলের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে দুপুর আড়াইটার দিকে আটজনের মরদেহ বম সোস্যাল কাউন্সিল ও নিহত কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। কয়েকটি মরদেহ গরমের কারণে কিছুটা পচে গেছে; দুর্গন্ধ বের হয়েছে।”
নিহত আটজনের মধ্যে ছয়জনই একটি পাড়ার বাসিন্দা। তারা হলেন- রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংখুম বম (৪৫), লাল ঠাজার বম (২৭), ভানলাল দুহ বম (৩৫), সান থির থাং বম (২২), বইরেম বম (১৭) ও লাললিয়ান ঙাক বম (৪৪)।