চুল মসৃণ ও সোজা করতে হেয়ার স্ট্রেইটনারের জুড়ি নেই। এটা প্রায় বয়সী মেয়েদের কাছে জনপ্রিয়। তবে দীর্ঘ দিন হেয়ার স্ট্রেইটনার ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হয় তা অনেকেই জানেন না। চুলের ক্ষতি থেকে শুরু করে ঘন ঘন এটি ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ে। এ কারণে এই যন্ত্র ব্যবহারে সচেতন হওয়া জরুরি।
হেয়ার স্ট্রেইটনার ব্যবহারে যেসব ঝুঁকি দেখা দেয়-চুলের ক্ষতি: স্ট্রেইটনারের তাপ আপনার চুলকে শুষ্ক এবং ভঙ্গুর করতে পারে। কারও কারও ক্ষেত্রে এটা স্থায়ী সমস্যায় পরিণত হয়। এটি এড়াতে, স্ট্রেইটনার ব্যবহার করার আগে একটি তাপ রক্ষাকারী স্প্রে ব্যবহার করা গুরুত্বপূর্ণ ।