রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৬:১৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রাশিয়ার একটি বোমারু বিমান গুলি করে ভূপাতিতের দাবি করেছে জেলেনস্কির বাহিনী। এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৯ মার্চ) জানিয়েছে, একটি রুশ ‘সু-২৪এম’ বোমরু বিমান ভূপাতিত করা হয়েছে।


স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩০-এর দিকে ধ্বংস করা হয়। ইউক্রেনের এমন দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেন, বাখমুত রক্ষার জন্য যতদিন প্রয়োজন হয় আমাদের সামরিক বাহিনী চেষ্টা চালিয়ে যাবে।


সাত মাসের বেশি সময় ধরে বাখমুত দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। গত কয়েক মাস ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে বাখমুত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us