খুলনার সুন্দরবন থেকে গাজীপুরের শালবন বা পার্বত্য চট্টগ্রাম থেকে সিলেটের বনাঞ্চল—প্রকৃতি ও পরিবেশের লীলাভূমিগুলো কোনোটাই ভালো নেই। সেই সঙ্গে ভালো নেই সেখানকার জীববৈচিত্র্যও।
দিন দিন বনাঞ্চলের পরিমাণ কমছে। এই সবুজ প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য রক্ষা এবং তদারকে সরকারি একাধিক কর্তৃপক্ষ থাকলেও তাদের তৎপরতা নিয়ে কতটা আস্থা রাখা যায়, তা বলার অপেক্ষা রাখে না।
ফলে গাজীপুরের শ্রীপুরের ভাওয়াল বনাঞ্চলে শালবনে প্রায় দিনই আগুন লাগার দৃশ্য আমরা দেখতে পাই। সর্বশেষ এ মাসের শুরুতে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।