কক্সবাজারের উখিয়ায় চুরির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতনের মামলায় প্রধান আসামি যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব।
আজ মঙ্গলবার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর ছৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান।
কলেজছাত্র রায়হান শরীফ জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার মোহাম্মদ আমিনের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার ফজল কাদের, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রহমান ও আজিজুল হক। তাঁদের মধ্যে মূল আসামি ফজল কাদের তালিকাভুক্ত মাদক কারবারি এবং যুবলীগের জালিয়াপালং ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক। ২০১৮ সালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
ওই র্যাব কর্মকর্তা বলেন, গত ২৫ মার্চ সন্ধ্যায় রায়হানের বিরুদ্ধে ফজল কাদেরের বাগান থেকে সুপারি চুরির অভিযোগ আনা হয়। এরপর পাঁচ-ছয়জন তাঁকে তুলে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড ও বৈদ্যুতিক তার দিয়ে দুই ঘণ্টা নির্যাতন চালায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।