Shampoo Tips: গরমকালে চুলের হাল বেহাল হতে শুরু করে। যেভাবে প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে, এই সময়ে চুল কী ভাবে ভালো থাকবে, তা নিয়ে চিন্তা শুরু হওয়াই স্বাভাবিক। এত গরমে চুলের গোড়ায় ঘাম-ময়লা জমতে শুরু করে। উপরে দূষণ তো আছেই। শ্যাম্পু করার পরপরই চুল আঠা-আঠা হয়ে যায়।
এই সময়ে কী ভাবে চুলের যত্ন নেওয়া দরকার? আমাদের অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে, গরমকালে কি প্রতিদিন শ্যাম্পু করা যেতে পারে? সম্প্রতি চর্মরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক জয়শ্রী শরদ তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে এই নিয়েই আলোচনা করলেন। উত্তর দিলেন এই প্রশ্নের…(ছবি-istock)