সেশেলস ম্যাচ নিয়ে ‘সিরিয়াস’ বাংলাদেশের কোচ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৫:৫৬

সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। সাবলীলভাবে উত্তর দিলেও তার অবয়বে রাজ্যের চিন্তার ভাঁজ। গত বছর লাল-সবুজ দলের দায়িত্ব নিয়ে মাত্র একটি ম্যাচ জেতাতে পেরেছিলেন। এবার বছরের শুরুতে ফিফা প্রীতি ম্যাচে সেশেলস চ্যালেঞ্জ। আগে থেকেই বলে আসছেন প্রথম ম্যাচে অন্তত সাফল্য দিয়ে বছর শুরু করতে চান। তাই সময় গড়াতেই স্প্যানিশ কোচের চিন্তাও বাড়ছে। সৌদি আরবের মদিনাতে দারুণ কন্ডিশনিং ক্যাম্পের পর এবার আসল পরীক্ষা। সিলেটের মাঠে সেশেলসের বিপক্ষে জয় দিয়ে রাঙানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন ৩৭ বছর বয়সী কোচ।


সৌদি আরবে শুধু অনুশীলনই করেনি জামাল-তপুরা। মদিনার দল উহুদ এফসি ও আফ্রিকার মালাবির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে দুটোতেই ১-১ গোলে ড্র করেছে। সেশেলসের বিপক্ষে ম্যাচের আগে তা যে বেশ কাজে লাগবে তা অকপটে বলে গেলেন কাবেররা, ‘অবশ্যই, আমাদের লক্ষ্য দুই ম্যাচই জেতা। এটা সহজ চ্যালেঞ্জ হবে না।  আমরা আরও ধারাবাহিকতা আনতে চাই। যেটা গত বছর ছিল না। সৌদিতে আমরা যেভাবে অনুশীলন করেছি সেটার প্রতিফলন এখানে ঘটাতে চাই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us