১০ মার্চ ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক এবং এর ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১২ মার্চ ২০২৩ নিউইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংকের পতন ঘটে। দুটি দুর্ঘটনা ২০০৮ সালের আর্থিক সংকটের মধ্যে ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক ব্যর্থতার পর মার্কিন ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংক বিপর্যয়।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সিলিকন ভ্যালি ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক ছিল। ২০২২ ডিসেম্বর পর্যন্ত এর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ২০৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০০১ সালে প্রতিষ্ঠিত সিগনেচার ব্যাংকের ২০২২ সালের শেষে সম্পদের পরিমাণ ছিল ১১০ বিলিয়ন ডলারের বেশি।