চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’। এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে ভারতীয় তিনটি ছবি প্রদর্শিত হবে। বেলা ১১টা থেকে প্রদর্শন শুরু হলেও সন্ধ্যা সাড়ে ৬টায় ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে ‘বেলা শুরু’, ‘৮৩’ ও ‘আরআরআর’ সিনেমা প্রদর্শিত হবে।
মঙ্গলবার বেলা ১১টায় প্রদর্শিত হবে ‘বেলা শুরু’। ছবিটি ২০২২ সালের। এটি বাংলা পারিবারিক নাট্য চলচ্চিত্র। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন নন্দিতা রায় ও শিবোপ্রসাদ মুখার্জী। ২০২২ সালের ২০ মে ভারতে মুক্তি পায় ছবিটি। সৌমিত্র চ্যাটার্জী, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত এতে অভিনয় করেন। এটি একটি বাঙালি যৌথ পরিবারের মধ্যে সম্পর্কের পরিবর্তন ও আস্থার বিষয়গুলো ফুটে উঠেছে ছবিটিতে।