আজকাল ঘরে ঘরে ফটোগ্রাফার। লাখ টাকার ডিএসএলআর ক্যামেরা ছাড়াই ফাটাফাটি ছবি তুলতে পারেন যে কেউ যে কোনও জায়গায় বসে।
আর তার ক্রেডিট আজকের মোবাইল সংস্থাগুলিকে না দিলেই নয়। যত দিন যাচ্ছে, আরও উন্নত হচ্ছে মোবাইল প্রযুক্তি। পাল্লা দিয়ে বাড়ছে ক্যামেরার মানও। যা দিয়ে তোলা ছবি হার মানাবে নামিদামী ডিএসএলআরকেও। 2022-23 সাল জুড়ে ভারতে লঞ্চ হয়েছে একগুচ্ছ ফোন, যা এসেছে ঝকঝকে ক্যামেরা ফিচারের সঙ্গে। কেউ নিয়েছে বিশ্ববিখ্যাত জার্মান ক্যামেরা সংস্থার সাপোর্ট, তো কেউ এনেছে হ্যাসলব্লাড ক্যামেরা। ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা-যুক্ত ফোন।