পিরোজপুরে বিয়েবাড়িতে যাওয়ার পথে বাস চাপায় নিহত ৩

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ২১:০০

পিরোজপুরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাসের চাপায় ক্যাটারিং সার্ভিসের ৩ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


নিহতরা হলেন বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা (১৭)। 


হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু বলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ক্যাটারিং সার্ভিস করার জন্য তাঁরা নসিমনে (ডিজেল ইঞ্জিনচালিত থ্রি–হুইলার) করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহন করা নসিমনটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলে দুই জন মারা যান এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যান। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে।’ 


পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ১ জন মারা যান এবং গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসান জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ সপ্তাহ, ৬ দিন আগে

সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | সাতক্ষীরা সদর
২ সপ্তাহ, ১ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us