বাজারে গিয়ে দেখেন মানুষ কত গালি দেয়: মোশাররফ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১৮:৫৭

যারা সরকারে আছেন, তাদেরকে বাজারে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।


তার দাবি, নিত্যপণ্যের দরের কারণে মানুষ সরকারকে ‘গালাগাল করে’। বাজারে গেলে ক্ষমতাসীনরা তা চাক্ষুষ করতে পারবে।


সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলছিলেন মোশাররফ।


নিত্যপণ্যের বাজারদরের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘‘জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। রমজানের মাসে কীভাবে চলবে মানুষ, দিশেহারা।


“চিনির দাম কোথায় থেকে এসেছে এখন? ১২০ টাকার উপনীত হয়েছে, গরুর মাংস আটশ টাকার উপরে, লবণের দাম ৪২ টাকার উপরে, ব্রয়লার মুরগি ১২০ থেকে ১৪০ টাকা ছিল, এখন এটার কত দাম?


“বাজারে গিয়ে দেখুন মানুষ সরকারকে কী পরিমাণ গালাগালি করে।”


মুরগি, মাছ কেটে বিক্রি করা নিয়েও কথা বলেন মোশাররফ। তিনি বলেন, “মুরগি, ইলিশ মাছ, রুই মাছ কেটে একশ, দুইশ বা আড়াইশ গ্রাম ভাগ করে বিক্রি করার রেওয়াজ এ দেশে ছিল না। আজকে কাঁচাবাজারে মুরগি, ইলিশ মাছ, রুই মাছ ভাগ করে বিক্রি করতে দেখা যাচ্ছে। তারপরেও সরকার বলছে, দেশে নাকি খাদ্যপণ্য পর্যাপ্ত মজুদ আছে। কী পরিমাণ চাপাবাজি করছে ওরা!”

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকার বিষয়ে যে বক্তব্য এসেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, “দেশে নাকি খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদ পর্যাপ্ত আছে… জনগণকে বলেছে আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা না করতে।


“কিন্তু বাজারের অবস্থা কী আপনারা জানেন? আমরা জানতে চাই, এত খাদ্যপণ্য মজুদ থাকলে দাম বাড়ছে কেন? সরকার সুস্পষ্টভাবে তার ব্যাখ্যা জনগণকে দিক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us