বিশ্ববাজারে বাড়ছে ম্যানমেইড ফাইবার বা কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা। তবে বাংলাদেশে এ ধরনের পণ্য উৎপাদন হচ্ছে খুবই কম। অথচ এ দেশে ম্যানমেইড ফাইবারে বিনিয়োগ খুবই সম্ভাবনাময়। বিদেশি উদ্যোক্তারা এই সুযোগটি নিতে পারেন। বিনিয়োগ করতে পারেন কৃত্রিম তন্তুর বস্ত্র ও পোশাকে।
রোববার বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনে বস্ত্র ও পোশাক খাত সম্পর্কিত কর্মঅধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।‘১০০ বিলিয়ন ডলারের বস্ত্র ও পোশাকের বাজার: টেকসই করার কৌশল, সামর্থ্য ও বিনিয়োগ সুযোগ’ শিরোনামের কর্মঅধিবেশনে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।