ফেব্রুয়ারি থেকে প্রযুক্তি বাজারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসরযুক্ত স্মার্টফোন আসার গুঞ্জন চলছে। স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর প্রথম ৭০০ সিরিজকে নতুন নামকরণে বাজারে আনে। ৭৭৮জি সিরিজের মতো এ চিপসেট তেমন জনপ্রিয় না। কিন্তু তার পরও পরবর্তী প্রজন্মের চিপ বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। খবর গিজচায়না।
প্রযুক্তি বাজারে গুঞ্জন রয়েছে ১৭ মার্চ স্ন্যাপড্রাগন ৭ জেন ২ ও ৭প্লাস জেন ১ প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম। উত্তর আমেরিকার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ১৭ মার্চ নতুন ইভেন্টের ঘোষণা দিয়েছে। গুঞ্জনের তথ্য সত্য হলে সেদিন প্রতিষ্ঠানটি নতুন চিপসেট উন্মোচন করবে। তবে চিপসেট নিয়ে দ্বিমত রয়েছে। কারো মতে সেদিন স্ন্যাপড্রাগন ৭প্লান জেন ১ উন্মোচন করা হতে পারে। কারো মতে সেদিন ৮ জেন ২ প্রকাশ পেতে পারে। তবে সব হিসাব অনুযায়ী, স্ন্যাপড্রাগন একটি চিপ উন্মোচন করবে। সেদিক থেকে স্ন্যাপড্রাগন ৭ জেন ২ বাজার আসার সম্ভাবনাই বেশি।