‘আড়াই মাস আগে বিয়ে করেছিলেন মো. রবিন হোসেন। তবে নববধূ জিয়াসমিন আক্তারকে নিজ বাড়িতে নেননি। কথা ছিল, আগামী ঈদুল ফিতরের পর ধুমধাম আয়োজনে নববধূকে ঘরে তুলবেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের শিকার রবিন নিজেই ফিরছেন লাশ হয়ে’।
একটি জাতীয় দৈনিকের রিপোর্টের কিছু অংশ এটি। কত সংবেদনশীল হৃদয়কে স্পর্শ করেবে এই রিপোর্ট। কিন্তু নীতিনির্ধারণী জায়গায় যারা বসে আছেন তারা সব অভ্যস্ত এমন মৃত্যুতে। তাদের কাছে ‘নাগরিকের প্রাণের আবার মূল্য কী”?