প্রথমবার শ্বশুরবাড়িতে এসে স্বামীর নিথর দেহ দেখলেন জিয়াসমিন

প্রথম আলো প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ১৫:৪১

বাবার অসুস্থতা আর আর্থিক টানাপোড়েনের কারণে এইচএসসির পর আর পড়াশোনা করতে পারেননি রবিন হোসেন (২৩)। পড়াশোনা ছেড়ে ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের আনিকা এজেন্সি নামের একটি স্যানিটারি দোকানে চাকরি নেন। নিজের আয় দিয়েই সংসার আর বাবার চিকিৎসার খরচ দিতেন। এর মধ্যে মাস তিনেক আগে পাশের গ্রামের জিয়াসমিন আক্তারকে বিয়ে করেছিলেন। রবিনের ইচ্ছা ছিল, নতুন ঘর তুলে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না তাঁর।


গত মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারের ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন রবিন। প্রিয় সন্তানকে হারিয়ে রবিনের বাবা সোহরাব হোসেন আর মা তাসলিমা আক্তার পাগলপ্রায়। বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই স্বামীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না রবিনের স্ত্রী জিয়াসমিন আক্তার। গতকাল বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পূর্ব নাগেরপাড়ায় গ্রামের বাড়িতে রবিনের দাফন সম্পন্ন হয়েছে।


গোসাইরহাট উপজেলার পূর্ব নাগেরপাড়া গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহরাব হোসেন ও তাসলিমা আক্তার দম্পতির দুই ছেলে—সাহাদাৎ হোসেন ও রবিন হোসেন। বড় ছেলে সাহাদাৎ ১০ বছর আগে বিয়ে করে ঢাকায় আলাদা থাকেন। আর রবিন পড়াশোনা করতেন। বাবা সোহরাব ঢাকার একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। তিনি স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে ২০২০ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সোহরাব অসুস্থ হয়ে পড়েন। এরপর সংসারের দায়িত্ব আসে রবিনের কাঁধে। এইচএসসি পাস করার পর পড়াশোনা ছেড়ে দেন তিনি।


রবিনের স্বজনেরা বলেন, গ্রামের বাড়িতে রবিনের বাবার কোনো আবাদি জমি নেই। একমাত্র সম্বল বলতে আছে শুধু পাঁচ শতক জমির ওপর বসতভিটা। এর মধ্যে গত বছর ৮ ডিসেম্বর পাশের গ্রামের জিয়াসমিন আক্তারকে বিয়ে করেন রবিন। বাড়িতে নতুন ঘর তুলেই স্ত্রীকে বাড়িতে আনার কথা ছিল। মঙ্গলবার সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর রবিনের এক বন্ধু বিষয়টি তাঁর পরিবারকে জানায়। মঙ্গলবার সারা রাত ও পরদিন বুধবার সকাল থেকে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে রবিনের খোঁজে অপেক্ষা করেন। পরে বুধবার বিকেল পাঁচটার দিকে রবিনের লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে গতকাল ভোরে তাঁর লাশ আসে গ্রামের বাড়িতে। এ সময় সেখানে শোকের ছায়া নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ভবনে বিস্ফোরণ : ‘ভাইয়ের অবস্থা ভালো না, জানি না কহন কী হয়!’

আজকের পত্রিকা | শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
১ বছর, ৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us