শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিকে কাতারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর আরব নিউজ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করেন।
শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সাড়ে তিন বছর সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশর অবরোধকালে তিনি দেশকে পথ দেখান।
২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।