দাম কমে প্রতিদিন নতুন নতুন কোম্পানি এসে ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) যুক্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত বড় হচ্ছে ফ্লোর প্রাইসে আটকানো প্রতিষ্ঠানের সংখ্যা। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার নতুন করে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে ৯ কোম্পানির শেয়ারের দাম। এতে ফ্লোর প্রাইসে আটকানো প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে প্রায় দুইশ হয়ে গেছে। ফ্লোর প্রাইসে আটকে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।
প্রতিদিন দিনের সর্বনিম্ন দামে বা ফ্লোর প্রাইসে এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ আসছে। বিপরীতে শূন্য পড়ে থাকছে ক্রয় আদেশের ঘর। ফলে যারা দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করছেন তাদের সিংহভাগ ব্যর্থ হচ্ছেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত বড় অংশের প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এমন ক্রেতা সংকট দেখা দিলেও, কিছু প্রতিষ্ঠানে রয়েছে বিপরীত চিত্র। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের বড় অঙ্কের শেয়ার লেনদেন হচ্ছে। ফলে শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের গতি।