আ. লীগের নেতা-কর্মীদের আগামী আট মাস সবার সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ২১:৩৬

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে তা প্রতিরোধে ঢাকা মহানগরের সংসদীয় আসনগুলোতে পৃথক শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।


এসব কর্মসূচি থেকে দেশ বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নেতা-কর্মীদের আগামী আট মাস পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দিয়েছেন।


আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন সাতটি সংসদীয় আসন এবং ঢাকা মহানগর উত্তর চারটি সংসদীয় আসনের এলাকায় মিছিল পূর্ব শান্তি সমাবেশ করে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নগরের নেতারা উপস্থিত ছিলেন।


আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা। এ ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। দলটি পদযাত্রার নামে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলেও মনে করেন তারা। আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আনতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট চাওয়ার নির্দেশনা দেন তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us