প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এবার বাংলাদেশে এসে বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের সুরে একটি গান গেয়েছেন। এটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি কবির বকুল।
শিরোনাম ঠিক না হওয়া গানটির কথা, ‘তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছো/আমার দিকে আর ফিরে তাকিয়ো না/কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না।’
সম্প্রতি নচিকেতা বাংলাদেশের চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে আসেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে ওঠেন গীতিকবি কবির বকুলের বাড়িতে। কবির বকুল ঘরোয়া আড্ডায় নচিকেতাকে গানের সুর শোনালে তিনি তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন, ‘এ মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম তৈরি আছে। তাছাড়া গানের কথা-সুর ভীষণ পছন্দ হয়েছে।’