দেশে ভোটার এখন ১১ কোটি ৯১ লাখ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১০:৪৬

সতের কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন; যারা এ বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।


প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসের সকালে চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করেন। 


দিনটি উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনাররা এবং কমিশনের কর্মকর্তারা অংশ নেন তাতে।


জনশুমারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ।


নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।


গতবছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রকাশ হল চূড়ান্ত তালিকা।


এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৭ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us