বর্তমান আবহাওয়ায় চুল সুন্দর রাখা যেন বড় চ্যালেঞ্জ। নির্জীব, নিষ্প্রাণ চুল কেউই চায় না। কিন্তু পার্লারে যাওয়া মানেই তো একগাদা টাকা খরচ। চুলে তেল দেয়া, শ্যাম্পু এবং কন্ডিশনার হলো নিয়মিত রুটিন। কিন্তু এর বাইরেও চুলে বেশি যত্নের প্রয়োজন। তার জন্য দরকার হেয়ার স্পার মত ট্রিটমেন্ট। এতে চুল হবে উজ্জ্বল আর ভিতর থেকে মজবুত।
একদম অল্প খরচে সহজেই বাড়িতে বসে আপনি হেয়ার স্পার মত ট্রিটমেন্ট কীভাবে করবেন, জেনে নেওয়া যাক
১. নারিকেল দুধ
নারিকেল যেমন ত্বক এবং চোখের জন্য উপকারী তেমনই নারিকেল দুধ স্বাস্থ্যকর চুলের জন্য অনেক উপকারী। আপনার চুলের মধ্যে এক কাপ নারকেল দুধ ম্যাসাজ করুন, এরপর মাথায় ১৫-২০ মিনিটের মত একটি তোয়ালে জড়িয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন। এ পদ্ধতি সপ্তাহে কমপক্ষে একবার করুন।