মধ্যরাতে তুলে নিয়ে ছিনতাইয়ের মামলা কতটা আইনসম্মত?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৬

মধ্যরাতে নিজ বাসা থেকে সাব্বির ও বাবু নামে বাংলা ট্রিবিউনের দুই কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাদের থানায় নেওয়া হয়। ছিনতাইকারী হিসেবে আসামি করে মামলা দেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুর থানায়। অন্তর নামে এক ছিনতাইকারীর বক্তব্যের জেরে সাব্বির ও বাবুকে গ্রেফতার দেখানো হলেও পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে পাওয়া যায়নি কোনও সুস্পষ্ট ব্যাখ্যা।


মো. সাব্বির ও মো. বাবুর স্বজনরা জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার পর মোহাম্মদপুর থানা এলাকার রায়ের বাজারের বাসা থেকে তাদের ডেকে নিয়ে যায় পুলিশ। এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে ঘুম থেকে তুলে নিয়ে ছিনতাইকারী হিসেবে মামলা দেয়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর সাব্বির ও বাবুকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) জামিন শুনানির দিন ধার্য করেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us