মাদক খাইয়ে ধর্ষণ করা হয় এই জনপ্রিয় তারকাকে

প্রথম আলো প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

গত বছরই কৈশোরে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেছিলেন প্যারিস হিলটন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৭ বছর বয়সে উটাহের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে পড়াকালে তিনি যৌন হেনস্তার শিকার হন। সেই ঘটনা নিয়ে অনেক দিন ট্রমার মধ্যে ছিলেন। এবার এই তারকা জানান, মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছিল তাঁকে। এখানেই শেষ নয়, বয়স যখন বিশ, তখন গর্ভপাতও করতে হয় প্যারিস হিলটনকে!’


সম্প্রতি ব্রিটিশ সাময়িকী গ্ল্যামার ইউকে–তে এক সাক্ষাৎকার দিয়েছেন প্যারিস হিলটন। সেখানেই তাঁর জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি। ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে প্যারিস হিলটন বন্ধুর সঙ্গে একটি শপিং মলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ওই ব্যক্তি প্যারিসকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। ‘তাঁর বাড়িতে যাওয়ার পর দেখি মদপান চলছে। না করার পরও আমাকে জোর করে খাইয়ে দেওয়া হয়। পরে বুঝেছিলাম পানীয়তে নেশা জাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর জেগে উঠে বুঝতে পারি, আমি হেনস্তার শিকার হয়েছি।’


ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলেও প্যারিস হিলটন ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।


সাক্ষাৎকারে কেবল ধর্ষণের শিকার হওয়ার ঘটনাই নয়, গর্ভপাতের ঘটনাও প্রকাশ করেছেন প্যারিস হিলটন।


গত মাসেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানিয়েছেন প্যারিস হিলটন। এই রিয়েলিটি শো তারকা জানান, সারোগেসি পদ্ধতিতে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।
এবার প্যারিস হিলটন জানান, অল্প বয়সে গর্ভপাতের তিক্ত স্মৃতির কারণেই নিজের গর্ভে সন্তান ধারণের সাহস করেননি, সারোগেসি পদ্ধতির আশ্রয় নিয়েছেন।


প্যারিস হিলটন বলেন, ‘এটা (গর্ভপাত) এমন একটা বিষয়, যা নিয়ে আমি কথা বলতে চাই না। বয়স যখন মাত্র বিশের কোঠায়, তখন অন্তঃসত্ত্বা হওয়া, গর্ভপাত করা—এসবের জন্য আমি তৈরি ছিলাম না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us