ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের রাজত্ব

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০

ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ‘প্রতিপক্ষ’ হিসেবে খেলছে বৃষ্টিও। দুই দিনই ওয়েলিংটনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য দেখিয়ে খেলছে ইংল্যান্ড। ২৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। র


৩ উইকেটে ৩১৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর তৃতীয় ওভারেই উইকেট হারায় ইংলিশরা। কট এন্ড বোল্ড করে হ্যারি ব্রুককে তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বঞ্চিত করেন ম্যাট হেনরি। ১৭৬ বলে ১৮৬ রান করেন ব্রুক। তাতে ৩য় উইকেটে ব্রুক ও জো রুটের ৩০২ রানের জুটি ভেঙে যায়। এরপর উইকেটে আসেন বেন স্টোকস। ৪র্থ উইকেটে রুটের সঙ্গে ৪৩ বলে ৩৯ রানের জুটি গড়েন স্টোকস। ২৮ বলে ২৭ রান করে ইংলিশ অধিনায়ক আউট হন নিল ওয়াগনারের বলে। স্টোকসের পর উইকেটে এসে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন বেন ফোকস। স্টোকস, ফোকস দুই ব্যাটার দ্রুত আউট হলে ইংলিশদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৬৩ রান।


আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন রুট। টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ১৫০ পেরিয়েছেন ইংলিশ এই ব্যাটার। ৮ উইকেটে ৪৩৫ রানে ইংলিশরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ২২৪ বলে ১৫৩ রান করে অপরাজিত থাকেন রুট। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হেনরি।


প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ধুঁকতে থাকা শুরু থেকেই। ইনিংসের প্রথম ওভারে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় কিউইরা। ওভারের পঞ্চম বলে জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছেন ডেভন কনওয়ে। রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরে যান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার। কনওয়ের পর এরপর কেন উইলিয়ামসনের উইকেট নেন অ্যান্ডারসন। কনওয়ের মতো উইলিয়ামসনও ইংলিশ উইকেটরক্ষক বেন ফোকসের তালুবন্দী হয়েছেন। ৫ বলে ৪ রান করেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us