বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা এলাকায় জলদস্যুদের আক্রমণে নয়জন জেলে নিখোঁজের ঘটনায় জড়িত চার জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন গন্ডামারা, বড়ঘোনা, বাংলাবাজার, শীলকূপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পশ্চিম বড়ঘোনা গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. কাইছার ওরফে কালু (২৫), একই গ্রামের মৃত আলী চানের ছেলে মো. সেলিম (৪০), মো. সেলিমের ছেলে মো. ইকবাল হোসেন (১৫) এবং পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত আহম্মেদ সাবার ছেলে মো. জাহিদ (২৫)।
এসময় গ্রেফতারদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দুটি হাতুড়ি, তিনটি দা, একটি কিরিচ, দুটি শাবল, জাল এবং ডাকাতিতে ব্যবহৃত বোট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।