চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন ও বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৬১ জন। রোববার (১৯ ফেব্রুয়ারি) শেষ দিন প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২ জনসহ ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।