ঋতু পরিবর্তনে শিশুর চিকেন পক্স

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২

ঋতু পরিবতর্ন হচ্ছে। আস্তে আস্তে চারপাশের তাপমাত্রা বাড়ছে। এ সময় শিশুর নানা ধরনের অসুখ হয়। বিশেষ করে চিকেন পক্সে আক্রান্ত হয়। চিকেন পক্সকে অনেকে গুটি বসন্তও বলেন। চিকেন পক্স ভাইরাসজনিত ছোঁয়াচে অসুখ। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু বাতাসে ছড়িয়ে শিশুরা আক্রান্ত হয়। চিকেন পক্স সাধারণত ২ থেকে ৮ বছরের শিশুদেরই বেশি হয়। আবার ভাইরাল ইনফেকশন হলে শিশুরা জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়। শিশুদের ভাইরাল ইনফেকশনে সাধারণত ৪-৫ দিনে এমনিতেই সেরে ওঠে। তবে ধুলাবালি ও ফুলের গন্ধে অনেক শিশুর অ্যালার্জি হতে দেখা যায়।


লক্ষণ : প্রথমে মশার কামড়ের মতো মনে হলেও পরবর্তী সময়ে ঘামাচির মতো দেখায়। আস্তে আস্তে আরও বড় হতে থাকে। এক সময় ফুসকুড়ির মতো দেখায় এবং খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। সাধারণত বুকে এবং পিঠেই বেশি হয়। একইসঙ্গে শিশু দুর্বল হতে থাকে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। ভাইরাল ইনফেকশনে শিশুকে যতদূর সম্ভব বিশ্রামে রাখুন। ঘরোয়া দাওয়াই দিতে পারেন। এতে শিশুরা আরাম বোধ করবে। অ্যালার্জি ও হাঁপানি ফুলের গন্ধের কারণে হয়। শুষ্ক আবহাওয়ায় ধুলাবালি থেকেও শিশুরা অ্যালার্জি এবং হাঁপানিতে আক্রান্ত হতে পারে। লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়ে, বুক চেপে আসা, নাক চুলকায়, শ্বাসকষ্ট দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us