১৯৪৯ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ১৯৮৪ উপন্যাসটি চিন্তাকে অপরাধ হিসেবে চালিয়ে দেওয়ার কর্তৃত্ববাদী ধারণাকে উদাহরণসহ ব্যাখ্যা করেছে। উপন্যাসটি সামাজিক বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি হলেও, মূলত সতর্কতামূলক। ওশেনিয়া নামের কাল্পনিক এক সর্বগ্রাসী রাষ্ট্রকে ঘিরে এ উপন্যাসের গল্প। রাষ্ট্রটিতে দেখা যায়, বিগ ব্রাদারের নেতৃত্বে ক্ষমতাসীন দল নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োগ করে। নায়ক উইনস্টন স্মিথ সরকারের পক্ষে কাজ করে এবং পরে অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে।
উইনস্টন সমাজে প্রচারণা এবং দ্বন্দ্ব দেখে মোহভঙ্গ হয় এবং একটি ডায়েরিতে তার চিন্তাভাবনা লিখতে শুরু করে, যদিও বিগ ব্রাদারের চোখে এটি নিষিদ্ধ কাজ। সে জুলিয়া নামের এক রহস্যময় ভদ্রমহিলার সঙ্গে দেখা করে এবং দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক শুরু হয়, ফলে উইনস্টনের মধ্যে সরকারের বিরুদ্ধে আরও ভিন্নমত তৈরি হয়। সে একটি নাশকতামূলক গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত থট পুলিশের দ্বারা বন্দী ও নির্যাতনের শিকার হয়। যতক্ষণ না সে সম্পূর্ণরূপে সরকারের কাছে আত্মসমর্পণ করে, ততক্ষণ পর্যন্ত নির্যাতিত হয়।