আট থেকে আশি সকলেই এখন অনলাইন শপিং-এ বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন। ইলেকট্রনিক যন্ত্রপাতি, জামা কাপড় কিংবা মুদির জিনিসপত্র, সবই অনলাইনের উপরেই আজকাল ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। সঙ্গে সারা বছরই অনলাইনে থাকে ডিসকাউন্টের প্রলোভনও।
তবে ইদানিং অর্ডার দেওয়া জিনিসের পরিবর্তে ক্রেতার কাছে অন্য কিছু চলে আসার ঘটনাও হামেশাই শোনা যাচ্ছে। কিন্তু 12 হাজার টাকার টুথব্রাশের পরিবর্তে সম্প্রতি এক মহিলা যা পেলেন তাতে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।