বর্ষপূর্তিতে বড় হামলা চালাবে কি রাশিয়া?

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭

এ মুহূর্তে সিরিয়া-তুরস্কে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবনহানির জন্য পুরো বিশ্ব যখন গভীর শোকে মুহ্যমান, ঠিক তখনও মস্কো ও কিয়েভ একে অপরকে ঘায়েল করার রণকৌশল নিয়ে ব্যস্ত। রুশ সৈন্যরা ইউক্রেনের ভূমি দখলে ক্রমেই এগিয়ে যাচ্ছে। ভূমিকম্প সিরিয়া ও তুরস্কে যে ধ্বংসলীলা চালিয়েছে, তা বর্ণনাতীত। ধ্বংসাবশেষের ভেতর থেকে জীবিত ও মৃত শিশুসহ সব বয়সের মানুষ উদ্ধারের যে দৃশ্যাবলি টেলিভিশনে ভেসে ওঠে, তা সত্যিই মর্মান্তিক। এ দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, ইরান-ইরাক, সৌদি আরব ও ইসরাইল থেকে শুরু করে একযোগে শত্রু-মিত্র সব দেশই সাহায্যের হাত বাড়িয়েছে; এমনকি যুদ্ধে মুখোমুখি রাশিয়া এবং ইউক্রেনও এগিয়ে এসেছে।


কেউ মেডিকেল সাপোর্ট দিয়ে, কেউ উদ্ধারের যন্ত্রপাতি দিয়ে, কেউবা আবার ত্রাণসামগ্রী পাঠিয়ে সিরিয়া ও তুরস্কের পাশে দাঁড়িয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, ভয়াবহ মানবিক এ দুর্যোগ পুরো বিশ্বকে যেন ঐক্যবদ্ধ করেছে। আসলে কি তাই? বোধহয় না। এ প্রাকৃতিক দুর্যোগে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তা মোকাবিলায় সবাই একযোগে এগিয়ে এলেও রাজনৈতিক ভাবাদর্শে যে যার অবস্থানে অবিচল আছে। বাস্তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us