সামাজিক মাধ্যমে ভুল তথ্য ঠেকানোর প্রশ্নে অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে পিছিয়ে পড়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
‘ইউরোপিয়ান কমিশন’ বলেছে, ভুল তথ্য ঠেকানোর প্রচেষ্টায় অ্যালফাবেট মালিকানাধীন গুগল, মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম, মাইক্রোসফট ও টিকটকের তুলনায় পিছিয়ে পড়েছে টুইটার। আর এই বিষয়ে তাদের বাড়তি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিভিন্ন ভুল তথ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র ‘কোড অফ প্র্যাক্টিস’ মেনে চলার বিষয়ে বৃহস্পতিবার গত ছয় মাসের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেছে বিভিন্ন কোম্পানি।