প্যারিসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে মাখোঁ ও শলৎস

সমকাল প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধবিমান চেয়ে অনুরোধ করেছেন। 


বুধবার সন্ধ্যায় প্যারিসের প্রেসিডেন্ট প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে জেলেনস্কির। তাকে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্স ও জার্মানির নেতারা। খবর- বিবিসি। 


রাশিয়া অবশ্যই যুদ্ধে জিতবে না- এ সময় এমন বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মানির ওলাফ শলৎস। 


আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এ সময় তিনি যুদ্ধ বিমানের জন্য আরও অনুরোধ জানাবেন। 


পশ্চিমা দেশগুলো সম্প্রতি যুদ্ধ ট্যাংক লিওপার্ড২ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে। জেলেনস্কি মনে করেন, এটি ছাড়াও ইউক্রেনকে রক্ষায় ফাইটার জেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us