সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। কিয়েভের অভিযোগ, জেলেনস্কিকে হত্যা করতেই এই হামলা চালিয়েছিল রাশিয়া। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।