বিগত কয়েক বছরে মোবাইল ক্যামেরা ফটোগ্রাফির দুনিয়ায় বিপ্লব এনেছে। একদিকে যেমন স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে উন্নতি হয়েছে অন্যদিকে মোবাইল ফোনের জন্য হাজির হয়েছে একের পর এক দুর্দান্ত ফটো এডিটিং অ্যাপ। ফলে সাধারণ মানুষের জন্য ভালো ছবি তোলা যেমন সহজ হয়েছে অন্যদিকে এডিট করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও খুব বেশি সময় লাগছে না। স্মার্টফোনে নিজের ছবি তোলার স্কিলে শান দিতে চাইলে কী কী করবেন? সহজ কিছু টোটকা দেখে নিন:
স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে থাকে অনেক অপশন। বিভিন্ন শুটিং মোডের সঙ্গেই থাকে সেটিংস বদল করার অপশন। প্যানোরামা, টাইম ল্যাপস, ম্যানুয়াল মোডগুলির সঠিক ব্যবহার করতে পারলে দারুণ ছবি ও ভিডিয়ো রেকর্ড করা সম্ভব হবে। সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ভিডিয়ো পোস্ট করে লাইক পেতে দেখে নিতে পারেন স্লো-মো মোড। একই সঙ্গে ভালো ছবি তুলতে নজর দিতে হবে ফোকাস ও এক্সপোজারে। বেশিরভাগ ক্যামেরা অ্যাপে ডিসপ্লের উপরে ট্যাপ করলে ছবির সেই অংশ ফোকাসে চলে আসে। ধরুন আপনি ভালো পোট্রেট তুলতে চাইছেন। সেই ক্ষেত্রে সাবজেক্টের চোখে ফোকাস করুন।