পরিবেশ অধিদপ্তর দায় এড়াবে কীভাবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫

পরিবেশ অধিদপ্তরসহ সরকারের যেসব সংস্থা পরিবেশদূষণ নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত, তাদের দীর্ঘদিনের অবহেলা, উদাসীনতা ও অকর্মণ্যের কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার বায়ুদূষণ-সংক্রান্ত রিটের শুনানিতে এসব তথ্য বেরিয়ে এসেছে।


‘ঢাকায় নিশ্বাস নিলেও বিপদ’ শিরোনামে গত ২৯ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ৩০ জানুয়ারি পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।


আবেদনের শুনানি নিয়ে গত ৩১ জানুয়ারি আদালতের নির্দেশনা অনুসারে ঢাকায় বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে বলেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us