হিন্ডেনবার্গের বহুল আলোচিত প্রতিবেদন প্রকাশের পর টালমাটাল পরিস্থিতির মুখোমুখি হওয়া ভারতের আদানি গ্রুপ ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করেছে। এর অংশ হিসেবে পুঁজিবাজারে আদানি গ্রুপের আরও তিন কোম্পানির কয়েক কোটি শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ১৬ কোটি ৮২ লাখ ৭০ হাজার শেয়ার (মোট শেয়ারের ১২ শতাংশ), আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার (মোট শেয়ারের ৩ শতাংশ) এবং আদানি ট্রান্সমিশন লিমিটেডের ১ কোটি ১৭ লাখ ৭০ হাজার শেয়ার (মোট শেয়ারের ১.৪ শতাংশ) বাজারে আনতে চলেছে আদানি গোষ্ঠী। যথাসময়ে এসব শেয়ার পুঁজিবাজারে আনার প্রতিশ্রুতিও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।