চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও ৩ (সদর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এক প্রার্থী ও ছোট দলগুলোর প্রার্থীসহ জামানত হারিয়েছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে চারজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে রয়েছেন একজন প্রার্থী।
জামানত হারোনারা জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নেতা। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে টেলিভিশন প্রতীকে বিএনএফ মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মাথাল প্রতীকের খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারানো প্রার্থী হলেন টেলিভিশন প্রতীকে বিএনএফ মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান খান।