বলিউডের অন্যতম সেরা নির্মাতা মনে করা হয় তাঁকে। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব-ডি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমার নির্মাতা তিনি। যাঁর ছবি দেখে মুগ্ধ হয়ে চিঠি লিখেছেন মার্টিন স্করসেজি স্বয়ং। সেই অনুরাগ কাশ্যপকে কিনা একসময় থাকতে হয়েছে মুম্বাইয়ের ফুটপাতে! সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে ঘটনা জানিয়েছেন পরিচালক নিজেই।
সম্প্রতি ম্যাশবেল ইন্ডিয়ার ‘দ্য বম্বে জার্নি’ অনুষ্ঠানে হাজির ছিলেন অনুরাগ কাশ্যপ। ইউটিউবে প্রচার হওয়া শোটিতে পরিচালক কথা বলেন মুম্বাই শহরে তাঁর সংগ্রামের দিনগুলো নিয়ে। স্মৃতির সারণি বেয়ে ফিরে যান তিন দশক আগে, মাথা গোঁজার ঠাঁই পেতে হিমশিম অবস্থা তাঁর।
অনুরাগ কাশ্যপ জানান মুম্বাইতে তিনি ৩০ বছর ধরে আছেন, শহরের প্রতিটি কোণ, রাস্তায় তাঁর গল্প আছে। কোথাও থাকার জায়গা ছিল না বলে তিনি ফুটপাতে শুয়েও ঘুমিয়েছেন।