কাতারে বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। স্বপ্ন জয়ের পর এবার প্রথমবারের মতো কোনও সাক্ষাৎকারে অংশ নিলেন মেসি। আর্জেন্টাইন রেডিও উর্বানা প্লেই'তে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানালেন বিশ্বকাপে তার নানা নানা অনুভূতির কথা।ফাইনালের আগের রাতের স্মৃতিচারণা করে মেসি জানালেন, ম্যাচের আগের দিন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে ম্যাচ নিয়ে তেমন কথাই বলিনি।
তবে তার সঙ্গে গল্প করেছি। যা প্রতিটি ম্যাচের আগেই করি। ঘুমটা ভালো হয়েছিল এবং বিশ্বকাপজুড়েই খুব ফুরফুরে মেজাজে ছিলাম।এছাড়া বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে কাটানো বেশকিছু মুহূর্তের অনুভূতিও ভাগাভাগি করেছেন মেসি। তিনি বলেছেন, 'এবার কাজ শেষ। সব অপেক্ষার সমাপ্তি। রোক্কুজ্জো, আমার পরিবার, সবার জন্য মনে হচ্ছিল অনেকটা সময় ভোগান্তির মধ্য দিয়ে যাওয়ার পর সবাই মুক্তি পেল। কারণ, যখন আমি জাতীয় দলের হয়ে খেলতাম, ব্যর্থতা সঙ্গী হত, ফাইনালগুলো হারতাম। এর সঙ্গে সবকিছুই হারাতাম। অনেকটা সময় ধরে আমি সব ধরণের আলোচনা-সমালোচনা হজম করেছি।
আমি জানতাম, আমার চেয়ে আমার পরিবারের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।'তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। জানালেন, 'টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের চেয়ে আমরা এগিয়ে ছিলাম, কারণ প্রতিটা ম্যাচেই কী করতে হবে সেটা আমাদের জানা ছিল। কোচিং স্টাফের সবাই আমাদের দারুণভাবে প্রস্তুত করে তুলেছিলেন।'সাফ্যলের চূড়ায় উঠে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে মেসি জানালেন, 'হয়তো ঈশ্বরের পরিকল্পনাই এমন ছিল। এর চেয়ে ভালো কোনো মুহূর্ত আর হতে পারে না। কোপা আমেরিকার সময়ও এমনই মনে হয়েছিল।